টেকনাফ উপজেলা প্রতিনিধি: বুধবার (২১ ফেব্রুয়ারী) সকালে টেকনাফ সদর ইউনিয়নের শিলবুনিয়া পাড়া এলাকায় থেকে পুলিশ অভিযান চালিয়ে ১ লক্ষ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবেলট ও ১টি টমটম গাড়ীসহ মাদক ব্যবসায়ী নুরুল ইসলাম প্রকাশ নুরু কে গ্রেফতার করেছেন। এদিকে মোঃ রাসেল,পিপিএম-সেবা মহোদয় এর সার্বিক তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ জনাব মুহাম্মদ ওসমান গনি এর নেতৃত্বে টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকায় একজন মাদক কারবারী মাদকের একটি বড় চালান সীমান্ত এলাকা হইতে কক্সবাজার সহ দেশের বিভিন্ন স্থানে পাচার করবে মর্মে সংবাদ পাওয়া যায়। উক্ত সংবাদটি অতিরিক্ত পুলিশ সুপার, উখিয়া সার্কেল, জনাব রাসেল,পিপিএম-সেবা মহোদয় এর নেতৃত্ব টেকনাফ মডেল থানার চৌকষ আভিযানিক টিম অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ধৃত নুরুল ইসলাম প্রকাশ নুরু টমটম গাড়ীটি নিয়ে দ্রুত পলায়ন কালে আভিযানিক টিম অনুসরণ শিলবুনিয়া পাড়া দক্ষিণ মাথা ৮নং ওয়ার্ডস্থ শাহপরীর দ্বীপ টু টেকনাফ গামী পাকা সড়কের উপর থেকে টমটম গাড়ীসহ মাদক ব্যবসায়ী নুরুল ইসলাম প্রকাশ নুরু টমটম গাড়ী ফেলে দৌঁড়াইয়া পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ব্যবসায়ী সংঘবদ্ধ চক্রের সদস্য নুরুল ইসলাম প্রকাশ নুরু কে আটক করতে সক্ষম হয় পুলিশ উক্ত মাদক কারবারীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
আপনার মতামত লিখুন :