ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫

ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫

ভাঙ্গুড়ায় আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:৫১ অপরাহ্ণ

মোঃ আব্দুল আজিজ ভাঙ্গুড়া (পাবনা)প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের প্রথম প্রহরে ভাঙ্গুড়া উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন জানান, ৭০ পাবনা-৩(ভাঙ্গুড়া-চাটমোহর-ফরিদপুর)আসনের সংসদ সদস্য জননেতা আলহাজ্ব মো. মকবুল হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. বাকি বিল্লাহ,ভাঙ্গুড়া পৌরসভার মেয়র আলহাজ্ব মো.গোলাম হাসনাইন রাসেল,ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার মো.আরাফাত হোসেন,উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা মোছাঃ হালিমা খানম,ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মো.নাজমুল হক,উপজেলা আওয়ামীলীগ সভাপতি জননেতা মো.লোকমান হোসেন,ভাঙ্গুড়া রিপোর্টার্স ইউনিটি, ভাঙ্গুড়া প্রেস ক্লাব, ভাঙ্গুড়া বনিক ও শিল্প সমিতি, উপজেলা ও পৌর হিন্দু-বৌদ্ধ -খ্রীস্টান ঐক্য পরিষদ, উপজেলা ও পৌর পুজা উদযাপন পরিষদ, ভাঙ্গুড়া ড্রাগিস্ট এন্ড কেমিস্ট, ভাঙ্গুড়া বাজার দোকান মালিক সমিতি, সচেতন সাহিত্য- সাংস্কৃতিক পরিষদ,সরকারি হাজীজামাল উদ্দিন অনার্স ডিগ্রি কলেজ,ভাঙ্গুড়া মহিলা ডিগ্রি কলেজ,সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চবিদ্যালয় ও কলেজ,ভাঙ্গুড়া জরিনা রহিম বালিকা উচ্চবিদ্যালয়, শরৎনগর সিনিয়র ফাযিল ডিগ্রি মাদ্রাসা,হাজী গয়েস উদ্দিন সিনিয়র মহিলা ফাযিল মাদ্রাসা, ভাঙ্গুড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন। দ্বিতীয়ার্ধে বুধবার (২১ফেব্রুয়ারী)দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে প্রশাসনের আয়োজনে পরিষদের সভাকক্ষে ভাষা শহীদের স্মৃতির উদ্দ্যেশ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার মো. আরাফাত হোসোন -এর সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো.ওয়ালী উল্লাহ’র পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. বাকি বিল্লাহ,মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: আজিদা পারভীন পাখি,ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মো.নাজমুল হক,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.আতিকুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার মো. সেকেন্দার আলী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো.জাহিদুল ইসলাম, সহকারি উপজেলা শিক্ষা অফিসার, সেলিম রেজা, মো.আজিম উদ্দিন,ভাঙ্গুড়া রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক মো.ময়নুল হক,সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল আজিজ,মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুল হাকিম প্রমূখ। উল্লেখ্য, সভায় অমর একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের সমন্ময়ে গত মঙ্গলবার অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্য অতিথিবৃন্দ পুরষ্কার বিতরণ করেন।