মোঃ নাহিদ হাসান: সিরাজগঞ্জ জেলা অধীন উল্লাপাড়া উপজেলার অন্তর্গত উধুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস-২০২৪ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন হয়েছে। বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর পাশাপাশি ম্যানেজিং কমিটির সকল সদস্য ও শিক্ষক মণ্ডলী উপস্থিত থেকে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বড় মসজিদ পর্যন্ত রেলি প্রদিক্ষণ করে বিদ্যালয়ের শহীদমিনারে পুষ্পস্তবক অর্পণ করে। পরবর্তীতে ১৯৫২ সালের সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার নিমিত্তে ১ মিনিট নীরবতা পালন শেষে সকল শহীদদের জন্য দোয়া করা হয়। বিদ্যালয়টি অত্যন্ত মনোরম পরিবেশে ঘেরা এবং পাঠ সংশ্লিষ্ট আধুনিক সাজে সুসজ্জিত। সকলের অক্লান্ত পরিশ্রমে বিদ্যালয়টি দেশের মধ্যে একটি সুন্দর প্রতিষ্ঠান হিসেবে ইতি মধ্যেই পরিচিত লাভ করেছে।
আপনার মতামত লিখুন :