ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫
আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ পবিত্র রমজান মাসে খাদ্য দ্রব্যের মূল্য সহনশীল পর্যায়ে রাখার আহ্বান জানানোর মধ্য দিয়ে সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে কনকজ্যুমারস এসোসিয়েশন আব বাংলাদেশ ক্যাব, সাতক্ষীরা জেলা আয়োজিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ক্যাব সাতক্ষীরা জেলার সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মইনুল ইসলাম মইন ও জেলা লিগাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) মুহাম্মদ নাসির উদ্দীন ফরাজী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ আব্দুল হামিদ, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরেফুর ইসলাম, ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান, জেলা নাগরিক কমিটির আহ্বায়ক এড. আযাদ হোসেন বেলাল, কৃষি বিপনন কর্মকর্তা এসএম আব্দুল্লাহ, নিরাপদ খাদ্য অফিসার দিপংকর দত্ত, জেলা সেনেটারি ইনসপেক্টর রবিন্দ্রনাথ সরকার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এড. শাহানাজ পারভিন মিলি, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোহিনুর বেগম, উন্নয়নকর্মী মাধব দত্ত, এলপিজি গ্যাস ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রাশিদুজ্জামান রাশি, চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক মশিউর রহমান বাবু, চাউল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আজম খান মামুন, দোকান ব্যবসায়ী সমিতির সভাপতি দ্বীন মোহাম্মাদ, কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রওশন আলী, মাংস ব্যবসাযী সমিতির সাধারণ সম্পাদক অলিউর রহমান, বণিক বার্তার সাতক্ষীরা প্রতিনিধি গোলাম সারোয়ার, সাতক্ষীরা পুরাতন কোর্ট জামে মসজিদের ইমাম হাফেজ মো. ফিরোজ হোসেন। প্রধান অতিথির বক্তৃতায় নজরুল ইসলাম বলেন, আমরা প্রত্যেকেই ক্রেতা যিনি বিক্রি করেন, আর যিনি ক্রয় করেন ফলে পণ্যের মূল্য সহনশীল রাখা সকলের দায়িত্ব। সামনে পবিত্র রমজান মাস, এ মাসে পণ্যমূল্য নিয়ে সবসময় উদ্বিগ্নতা সৃষ্টি হয়। আমি ব্যবসায়ী ভাইদের কাছে অনুরোধ করবো আপনারা রমজানে খাদ্য পণ্য সহনশীল রাখার চেষ্টা করবেন। যাতে রোজাদার মানুষেরা শান্তিতে রমজান পালন করতে পারে। সভার শুরুতে জাতির জনক শেখ মুজিব ও ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্যাব সাতক্ষীরা জেলার যুগ্ম-সাধারণ সম্পাদক জিএম মনিরুজ্জামান।
আপনার মতামত লিখুন :