ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫
মোঃ সবুজ মিয়া,কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি: পুলিশী সেবা পেতে পুলিশের পিছনে ছুটতে হবে না, পুলিশ সেবা নিয়ে পৌঁছে যাবে জনগণের দোরগোড়ায়,নীলফামারীর কিশোরগঞ্জ থানা কতৃক আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে পুলিশ সুপার, নীলফামারী জনাব গোলাম মোহাম্মদ সবুর পিপিএম মহোদয়। সোমবার (১৯ ফেব্রুয়ারি/ ২০২৪ তারিখ) বিকাল ৪ ঘটিকায় নীলফামারীর কিশোরগঞ্জ থানার, আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ জনাব শ্রী পলাশ চন্দ্র মন্ডল এর সভাপতিত্বে ও পুলিশ পরিদর্শক (ওসি) তদন্ত এস এম শরীফের সন্ধালনায়,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব গোলাম মোহাম্মদ সবুর, পিপিএম মহোদয়।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জনাব মোঃ আমিরুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার(অর্থ ও প্রসাশন) পদে পদ্দোন্নতিপ্রাপ্ত নীলফামারী।ওপেন হাউজ ডে অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয় বিভিন্ন শ্রেণির পেশার মানুষের কথা শুনেন। পুলিশ সুপার মহোদয় তার বক্তৃতায় বলেন সমাজ থেকে মাদক ও জুয়া নির্মুল করতে সকলকে এক সাথে কাজ করতে হবে। পুলিশ সুপার মহোদয় আরও বলেন নীলফামারী জেলাকে মাদক, জুয়া, বাল্যবিবাহ, সন্ত্রাসবাদ মুক্ত সুশৃঙ্খল একটি জেলা হিসাবে গড়ে তোলার জন্য পুলিশ বদ্ধপরিকর, এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।বীর মুক্তিযোদ্ধা বৃন্দ,জনপ্রতিনিধি, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শ্রী শিল্পী রানী রায়,সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :