ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

অসহায়দের মাঝে মানবিক সহায়তা প্রদান করলেন সিন্দুকছড়ি জোন কমান্ডার

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:০৬ অপরাহ্ণ

মোঃ সালাউদ্দিন: খাগড়াছড়ি জেলার ২৪ আর্টিলারি বিগ্রেড, গুইমারা রিজিয়নের আওতাধীন ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের দায়িত্বপূর্ণ এলাকার স্থিতিশীলতা শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে বাংলাদেশ সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোন কমান্ডার লেঃ কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা, পিএসসি,জি। এরই ধারাবাহিকতায় ১৯ ফেব্রুয়ারি সোমবার সকালে সিন্দুকছড়ি জোন এর পক্ষ থেকে জোন সদরে সুবিধা বঞ্চিত হতদরিদ্র পরিবারের মাঝে মানবিক সহায়তায় শীতবস্ত্র বিতরণ, শিক্ষা প্রতিষ্ঠানে সহায়তা, ধর্মীয় প্রতিষ্ঠানে সহায়তা, অসহায়দের মাঝে ঢেউটিন, দুঃস্থ পরিবারের মাঝে সেলাই মেশিন, গরীব ছাত্র-ছাত্রীদের মাঝে আর্থিক অনুদান, স্কুল ব্যাগ ও বই বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনী। এসময় জোনের অন্যান্য দায়িত্বপূর্ণ অফিসার ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। জোন কমান্ডার বলেন, এলাকার শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রেখে জনকল্যাণে একে অপরের সহযোগিতা ও মিলেমিশে থাকার পরামর্শ দেন। এ জোন আপনাদের সুখ, দুঃখে পাশে ছিল ভবিষ্যতেও থাকবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।