ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

কালিহাতীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রং মিস্ত্রি সিফাতের মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪, ৯:০১ অপরাহ্ণ

শুভসাহা বিশেষ প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী’র এলেঙ্গাতে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে সিফাত মিয়া নামে এক রং মিস্ত্রির মৃত্যু হয়েছে। ১৯ ফেব্রুয়ারি সোমবার সকালে কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিফাত উপজেলার নরদহি চকপাড়া গ্রামের সিদ্দিক হোসেনের ছেলে। কালিহাতী থানার এসআই মোবারক হোসেন জানান, সকালে এলেঙ্গা বাজার এলাকায় চান মাহমুদের পাঁচতলা ভবনের রংয়ের কাজ করছিলেন সিফাত। এক পর্যায়ে ভবনের পাশে থাকা ১১ হাজার ভোল্টের তারে জড়িয়ে নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় তার শরীরের সম্পুর্ন অংশ পুড়ে যায়। উল্লেখ্য,লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তথ্য সুনিশ্চিত করা হয়েছে।