ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫
মোঃ ইউসুফ আলী, দিনাজপুর: রবিবার দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় ঝাড়বাড়ী-জয়গঞ্জ সেতু বাস্তবায়ন আন্দোলন কমিটির বার্ষিক বনভোজন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সেতু বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শেখ মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা বলেন স্বাধীনতার পর থেকে এই অঞ্চলের মানুষের প্রাণের দাবী ঝাড়বাড়ী-জয়গঞ্জ সেতু । কিন্তু অত্যান্ত দুঃখ জনক হলেও সত্যি কত সরকার এলো গেলো কিন্তিু আমাদের প্রাণের দাবী আজও পূরণ হলোনা। আন্দোলন কমিটির অন্যতম কার্যকরী সদস্য ও ঝাড়বাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মতিউল ইসলাম বলেন আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকাকালীণ গত মেয়াদে ক্ষমতায় আসার পর হতে আমরা অনেকটা আসার আলো দেখতে পাচ্ছি। সাবেক সফল পররাষ্ট্র মন্ত্রী ও বর্তমান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী (এমপি) মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় ইতঃমধ্যে সেতু নির্মাণের সম্ভাব্য জায়গায় মাটি পরীক্ষা,পরিবেশ অধিদপ্তরের পরিদর্শন নৌমন্ত্রণালয়ের পরিদর্শন সম্পন্ন হয়েছে যা অত্যান্ত ইতিবাচক এবং অত্র অঞ্চলের জনসাধারণের মাঝে আশার আলো সঞ্চারিত হয়েছে। এদিকে দিনাজপুর 01 (বীরগঞ্জ- কাহারোল ) আসনের নব-নির্বাচিত মাননীয় সংসদ আলহাজ্ব জাকারিয়া জাকা তিনিও এই সেতু বিষয়ে খুবই আন্তরিক এবং তিনিও নির্বাচনের পূর্বে এই সেতু নির্মাণের বিষয়ে কথা দিয়েছেন। উল্লেখ্য যে, সেতুটি নির্মিত হলে ঠাকুরগাওঁ হতে ঢাকার দূরত্ব40কিঃমিঃ কমে আসবে। সেই সাথে চারটি জেলা দিনাজপুর,নীলফামারী,ঠাকুরগাওঁ এবং পঞ্চগড় জেলার মধ্যে একটি সেদুবন্ধন তৈরী হবে। এই অঞ্চলের লক্ষ লক্ষ লোকের দীর্ঘ দিনের কষ্টের লাঘব হবে। যার ফলে এই অঞ্চলে কৃষি,শিল্প ও অর্থনৈতিক ক্ষেত্রে বৈপ্লবিক পরির্বতন সাধিত হবে বলে এই অঞ্চলের মানুষরা মনে করেন। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন সেতু কমিটির যুগ্ম আহ্বায়ক আবুবক্কর সিদ্দিক, আওয়ামীলীগ নেতা সেতু কমিটির কার্যকরী সদস্য এবি সিদ্দিক, ঝাড়বাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাসমী আল বারী, সেতু কমিটির কার্যকরী সদস্য ও জামতলী জনকল্যাণ সমিতি (জেজেএস) সংস্থার নির্বাহী পরিচালক মোঃ ইউসুফ আলী, সদস্য ও শতগ্রাম ইউনিয়ন আওয়ামীলেগর প্রচার সম্পাদক মোঃ রাশেদ, সদস্য সবুজ সদস্য নুরল আমীন, মোঃ আনোয়ার হোসেন, ডাঃরবিউল ইসলাম হোসেন সহ আরো অনেকে এ সময় উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :