ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫
মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ
অদ্য ১৬/২/২৪ ইং শুক্রবার বিকেলে ভরতের কান্দী হাজী সমশের আলী উচ্চ বিদ্যালয় মাঠে ভরতের কান্দী যুব সমাজের উদ্যোগে ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ২০২৪ ইং অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনিরুজ্জামান মনির যুগ্ম সাধারণ সম্পাদক ,নরসিংদী আয়কর আইনজীবী সমিতি ও চেয়ারম্যান প্রার্থী পুটিয়া ইউনিয়ন পরিষদ। তিনি বলেন আজকের এই খেলা যারা আয়োজন করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই পাশাপাশি এই খেলাটি যাতে প্রতিবছর চলমান থাকে সেজন্য আমার পক্ষ থেকে সর্বাঙ্গীন সহযোগিতা থাকবে , আমি চাই লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীরা খেলাধুলার প্রতি মনোযোগী হওয়া, এতে আমাদের গ্রামের ছাত্র ও যুব সমাজ বিপথে যাবেনা ,আমি আমার পক্ষ থেকে অত্র এলাকার শিক্ষার্থী ও যুব সমাজের জন্য যেকোনো সমস্যায় আপনাদের পাশে আছি এবং থাকবো । শিক্ষার্থীরা খেলাধুলার পতি মনোযোগী হতে হবে।
লেখা পড়া করিতে যেকোনো সহযোগিতায় আমি আপনাদের পাশে আছি। আমি চাই অএ এলাকার প্রতিটা শিক্ষার্থী সুশিক্ষায় শিক্ষিত হতে। এড মোহাম্মদ আলী সরকার টুটুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদীর নদী বাংলা গ্রুপ চেয়ারম্যান ও নরসিংদী সদর উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান নরসিংদী জেলা বি এ এন পির সদস্য সচিব আলহাজ্ব মঞ্জুর এলাহী।উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন এন,এম, ইকবাল হোসেন শাকিল । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,মোঃ মনিরুজ্জামান মনির চেয়ারম্যান প্রার্থী পুটিয়া ইউনিয়ন পরিষদ ও যুগ্ন-সাধারন সম্পাদক নরসিংদী আয়কর আইনজীবী সমিতি, উপস্থিত ছিলেন নরসিংদী জেলা ক্রাইম রিপোর্টার্স ইউনিট এর সহ-সভাপতি মোঃ কামাল হোসেন প্রধান ও শিবপুর প্রেসক্লাব এর সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোমেন খান ।বিশেষ সহযোগিতায় এন,এম, ইমরান হোসেন শামীম, সমাজসেবক, মোঃ সোহরাব হোসেন,বি,এস,সি (অনার্স )এম এস সি ( গণিত), পৃষ্ঠপোষকতায়, মোঃ আল হাদী খন্দকার ,সমাজসেবক বড়তেরকান্দী,। শুভেচ্ছান্তে আখতারুজ্জামান মোল্লা রাসেল ও মোঃ আয়েছ আলী মিয়া । সার্বিক ব্যবস্থাপনায় শিমুল মোল্লা, ইউসুফ মিয়া, ইয়াসিন মিয়া, রাসেল মিয়া ,মোহাম্মদ এনামুল হক বিজয় ,মেহেদী হাসান পারভেজ মোল্লা, মোঃ খাইরুল মোল্লা। খেলায় অংশগ্রহণ করেন চরসুজাপুর লোকাল বয়েজ ,বনাম ইয়াশা স্পোটিং ক্লাব মরজাল। খেলায় চরসুজাপুর লোকাল বয়েস ২-১ গোলে বিজয়ী হয়। সার্বিক ব্যবস্থাপনায় ,শিমুল মোল্লা, ইউসুফ মিয়া ,ইয়াসিন মিয়া, রাসেল মিয়া ,মোহাম্মদ এনামুল । হক বিজয় মেহেদী হাসান পারভেজ মোল্লা মোঃ খাইরুল মোল্লা। খেলায় অংশগ্রহণ করেন চরসুজাপুর লোকাল বয়েস বনাম ইয়াশা স্পোটিং ক্লাব মরজাল। খেলা চর সুজাপুর লোকাল বয়েজ ৪ / ২ গোলে বিজয়ী হয। খেলায় প্রথম পুরস্কার ছিল ফ্রিজ মূল্য ৩২ হাজার ৫০০ টাকা দ্বিতীয় পুরস্কার ৩২ ইঞ্চি টিভি মূল্য ১৫০০০ টাকা।
আপনার মতামত লিখুন :