এস এম আলমগীর চাঁদ, বিশেষ প্রতিনিধি :পাবনার সাঁথিয়া সরকারি কলেজ ও সাঁথিয়া হলিক্রিসেন্ট স্কুল এন্ড কলেজে এক দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে । সংঘবদ্ধ চোরেরা সাঁথিয়া সরকারি কলেজের গ্রীল কেটে তালা ভেঙে আলমারিতে রক্ষিত কাগজ পত্র তছনছ করে এবং রক্ষিত নগদ আট হাজার টাকা নিয়ে যায় । কিন্তু ল্যাপটপ কম্পিউটার সহ মুল্যবান জিনিস পত্র খোয়া যায়নি । পার্শ্ববর্তী হলিক্রিসেন্ট স্কুল থেকে দরজার তালা ভেঙে আলমারিতে রক্ষিত নগদ একুশ হাজার টাকা নিয়ে গেছে । বৃহস্পতিবার দিবাগত রাতে কোন এক সময়ে চুরির ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে । সাঁথিয়া সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক জানান, বৃহস্পতিবার রাতে কলেজের নৈশপ্রহরি আব্দুল জলিল অসুস্থ থাকার কারণে ডিউটি তে উপস্থিত ছিলেন না । এই সুযোগে সংঘবদ্ধ চোরেরা কলেজের অফিস ব্লকের গ্রীল কেটে ভেতরে ঢুকে অধ্যক্ষ ও উপাধ্যক্খের রুমের তালা ভেঙে ভিতরে ঢুকে বেশ কয়েকটি আলমারির কাগজ পত্র তছনছ করে ও নগদ আট হাজার টাকা নিয়ে যায় । শুক্রবার সকালে নৈশপ্রহরি বিষয়টি আমাকে অবগত করলে ঘটনাস্থলে এসে দেখতে পাই ল্যাপটপ, কম্পিউটার সব ঠিক আছে কিন্তু কিছু আলমারির মুল্যবান কাগজ পত্র তছনছ করা হয়েছে । নগদ আট হাজার টাকা নিয়ে গেছে চোরেরা । অপরদিকে একই রাতে পার্শ্ববর্তী হলিক্রিসেন্ট স্কুল এন্ড কলেজে একই কায়দায় দরজা ভেঙে অফিশরুমে প্রবেশ করে আলমারিতে রক্ষিত নগদ একুশ হাজার টাকা নিয়ে গেছে সংঘবদ্ধ চোরেরা । এলাকার চিহ্নিত সংঘবদ্ধ চোরেরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা । সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল । ল্যাপটপ, কম্পিউটার সহ মুল্যবান অনেক কিছুই ছিল কিন্তু সেগুলো নেওয়া হয়নি বিধায় বিষয়টি রহস্যজনক বলে মনে হচ্ছে । তবে তদন্ত শেষে সঠিক বিষয়টি জানা যাবে ।
আপনার মতামত লিখুন :