ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

নওগাঁ মহাদেবপুরে গাছ থেকে পড়ে ফজলুল হক নামে এক ব্যাক্তির মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:২৮ পূর্বাহ্ণ

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ নওগাঁর মহাদেবপুরের ছাগলকে খাওয়ানো পাতা কাটতে গিয়ে গাছ থেকে পড়ে মো. ফজলুল হক (৪৮) নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল ৫ টার দিকে সে মারা যায়। নিহত ফজলুর রহমান উপজেলার চাকলা গ্রামের পচন চৌকিদারের ছেলে। নিহত ফজলুল হকের নাতী কাউছার বলেন, মঙ্গলবার বিকেলে তার নিজের ছাগলকে খাওয়ানোর বাড়ির পাশের নিজের লাগানো আম গাছে উঠে পাতা কাটতে। গাছে উঠে পাতা কাটার সময় গাছের ডাল ভেঙে নিচে পড়ে যায়। এসময় তার ঘাড়ের হাড় ভেঙ্গে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমিন বলেন, সংবাদ পেয়ে সাথে সাথেই ঘটনাস্থল পরিদর্শনে যায় থানা পুলিশ। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি। নওগাঁ।