ঢাকা সোমবার ৬ অক্টোবর, ২০২৫

ঢাকা সোমবার ৬ অক্টোবর, ২০২৫

অনলাইনে জুয়া খেলার অভিযোগে খানসামায় গ্রেফতার 5 জন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:০৬ অপরাহ্ণ

মোঃইউসুফ আলী, দিনাজপুর: অনলাইন প্ল্যাটফর্মে জুয়া খেলার অভিযোগে দিনাজপুর জেলার খানসামা উপজেলার আংগারপাড়া বাংলাবাজার ও সূবর্ণখুলী মুশাহার পাড়া থেকে আজ বুধবার পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 1867 সালের প্রকাশ্য জুয়া আইন এর 4 ধারা মোতাবেক তাদের এ সাজা দেয়া হয়। বিষয়টি আজকের বসুন্ধরা পত্রিকাকে নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন। তিনি বলেন, জুয়া ও মাদক সামাজিক ব্যাধি। সমাজকে ব্যাধি মুক্ত করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক ও জুয়ামুক্ত খানসামা উপজেলা গড়তে সবার সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন।’ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও তাজ উদ্দিন। গ্রেপ্তারকৃতরা হলেন খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের সদ্দারপাড়ার আনোয়ার হোসেন (২০), হাচানুর ইসলাম (১৯) ও একই ইউনিয়নের ঝগড়ু পাড়ার গালিব ইসলাম (১৯), আংগারপাড়া সূবর্ণখুলী মুসাহারপাড়ার উজ্জ্বল ভুঁইয়া (২৫) এবং পার্শ্ববর্তী সৈয়দপুর গোলাহাট এলাকার সুমন ইসলাম (২৯)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে খানসামা উপজেলার আংগারপাড়া বাংলাবাজার ও সূবর্ণখুলী মুশাহার পাড়া এলাকার। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মো. তাজ উদ্দিন ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলামের নেতৃত্ব পরিচালিত অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এই সময় তাঁদের কাছ থেকে পাঁচটি অ্যান্ড্রয়েড ফোন ও ৮৪টি সিম কার্ড জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়ার পর গ্রেপ্তার পাঁচজনকে জেলহাজতে পাঠানো হয়েছে।