ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫
ভবদিশ চন্দ্র, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা থানা পুলিশের অভিযানে ৫০ (পঞ্চাশ) বোতল ফেন্সিডিল সহ ০১ (এক) জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শনিবার (১০ফেব্রুয়ারী) দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোলমুন্ডা ইউনিয়নের চর হলদিবাড়ি এলাকায় অভিযান করে মোঃ রশিদুল ইসলাম কে আটক করে।এসময় তার নিকট হইতে-৫০ (পঞ্চাশ) বোতল ফেন্সিডিল উদ্ধার করে জলঢাকা থানা পুলিশ। যার আনুমানিক মূল্য -৭৫.০০০/- হাজার টাকা। আটককৃক্ত ব্যক্তি লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলা পাটিকাপাড়া ইউনিয়নের পশ্চিম হলদীবাড়ি (৬নং ওয়ার্ড) এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে।
জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুক্তারুল আলম জানান, গোপন সাংবাদের ভিত্তিতে চর হলদিবাড়ি গ্রামে অভিযান চালানো হয়। এসময় মোঃ রশিদুল ইসলামের কাছ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।এই ঘটনায় জলঢাকা থানায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে জেলা কোর্ট আদালতে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :