ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

কুড়িগ্রামের কচাকাটায় ১৪৪ ধারা ভঙ্গ করে জমি দখলের চেষ্টা নিরাপত্তাহীনতায় ভুগছেন অসহায় পরিবার

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:৪৮ অপরাহ্ণ

মোঃ রোকনুজ্জামান রোকন রংপুর বিভাগীয় প্রধান: কুড়িগ্রামের কচাকাটা থানার মাদারগঞ্জ ইউনিয়নে ১৪৪ ধারা বঙ্গ করে বাদীর ক্রয়কৃত জমি দখলের চেষ্টা করছে স্থানীয় ভূমি দস্যু। সরজমিনে গিয়ে দেখা যায়,বাদী মোঃ আনিসুর ইসলাম খাঁ পিতা মৃত আব্দুল কুদ্দুস খা গ্রাম বকুল তলা (মাদারগঞ্জ) এলাকায় নয় (০৯) শতাংশ ভূমি ক্রয় করে ভোগ করে আসছে। দীর্ঘদিন পর একটি ভূমি দস্যু প্রভাবশালী পরিবার ভিকটিমের ক্ষতি সাধনের চেষ্টা করছে।এরই ধারাবাহিকতায় ০৫.০২.২০২৪ ইং ভিকটিমের ক্রয়কৃত ভূমি দখলের চেষ্টা করে ঐ ভূমি দস্যু,উপায় না পেয়ে অসহায় পরিবারটি আইনের আওতায় একটি ১৪৪ ধারার আবেদন করেন এবং কোর্ট ১৪৪ জারি করে। বাদী আনিসুরের ক্রয়কৃত জমিতে একটি টিনসেট ঘর তুলে ভাড়া দিয়েছে, ঘরটি জরাজীর্ণ হওয়ার সুবাদে মামলার আইয়ুর সাথে কথা বলে তা১০.০২.২০২৪ইং সকাল ১০ ঘটিকার দিকে বাদী লোকজন নিয়ে ঘরটি ঠিক করার জন্য ঘটনা স্হলে গেলে ভূমি দস্যু মোঃ আলাউদ্দিন খাঁ, আতাউর খাঁ,সালাম খাঁ, আমিনুর খাঁ, মিজানুর খাঁ সর্ব পিতা মৃত্যু সালাম খাঁ। মোঃ সুলতান খাঁ,সাত্তার খাঁ পিতা সামাদ খাঁ গং।সর্ব সাং মাদারগঞ্জ কচাকাটাবাদীর উপর হামলা চালায় পরিবেশ ঘোলাটে হলে স্হানীয় লোকজনের চাপের মুখে বিবাদীগন চলে যায় এবং হুমকি প্রদান করে। অসহায় আনিসুর ইসলামের পরিবারটি নিরাপত্তা হীনতায় ভূগছে সে আইনের সহায়তা না পেলে বর ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে। বর্ণিত ভূমির তফসিল, জেলা কুড়িগ্রাম,থানা কচাকাটা মৌজা মাদারগঞ্জ,জে এল নং ৬৮,সি এস খতিয়ান নং ৬৭৫ দাগ নং২৮৬৭ এস এ খতিয়ান নং ৭৯৯ আর এস খতিয়ান নং ৩৭৫ দাগ নং ২২৫৬ দুই দলিলে জমির পরিমাণ ০৯ শতাংশ। উপরোক্ত বিষয়ে কচাকাটা থানার ওসি মহোদয়ের নিকট জানতে চাইলে তিনি জানান, বিষয়টি নিয়ে দুই পরিবারের মধ্যে কোর্টে মামলা চলমান। নতুন কোন অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।