ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫
এস এম আলমগীর চাঁদ,পাবনা জেলা প্রতিনিধি :পাবনার সাঁথিয়ায় নছিমনের চাকায় পিষ্ট হয়ে ছয় বছরের এক শিশুর নির্মম মৃত্যু হয়েছে । নিহত শিশুর নাম তৌহিদ । সে উপজেলার ধূলাউড়ি ইউনিয়নের ধুলাউড়ি গ্রামের শাহাদত হোসেনের ছেলে । দুর্ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে করমজা -বেড়া সড়কের করমজা গ্রাম এলাকায় । এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, নিহত তৌহিদ শনিবার তার ভাইয়ের শ্বশুর বাড়ি করমজা গ্রামে বেড়াতে আসে । দুপুরে খাওয়া দাওয়া সেরে পাশের রাস্তার উপর এলে বিপরীত দিক থেকে ছেড়ে আসা পেঁয়াজের ফুল বোঝাই একটি নসিমন গাড়ি তাকে চাপা দেয় । গাড়ির চাকা তার পেটের উপর দিয়ে উঠে গেলে মর্মান্তিক ভাবে তার কলিজা বের হয়ে যায় । সে ঘটনা স্থলেই নিহত হয় । সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চালককে গ্রেফতারের চেষ্টা চলছে । লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ।
আপনার মতামত লিখুন :