মোঃ আল-আমিন ইসলাম,বার্তা সম্পাদক: নীলফামারী জলঢাকায় আচ্ছে আগামী জলঢাকা পৌরসভার উপনির্বাচন, নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে মোহাম্মদ সেলিম রেজার নাম শোনা যাচ্ছে বিভিন্ন ওয়ার্ডে, বিভিন্ন এলাকা ঘুরে। এ বিষয় নিয়ে সেলিম রেজা কে জিজ্ঞেস করা হলে সেলিম রেজা বলে যে সাধারণ জনগণ যদি আমাকে চায় এবং আমার পাশে থাকে সবাইকে সাথে নিয়ে মাঠে কাজ করব। এবং সেলিম রেজা আরও বলেন যে আমি যদি জলঢাকা পৌরসভার মেয়র হিসেবে জয় হোতে পারি জলঢাকা পৌরসভা থেকে মাদক কারবারি, চুরি, ছিনতাই, চিটারি, বাটপারি, চাঁদাবাজি, দালালি, সহ অসামাজিক যে কাজ আছে সবগুলো তার শেখরসহ তুলে দেওয়ার চেষ্টা করব। এবং আমি যদি জলঢাকা পৌরসভার মেয়র হয়ে নির্বাচিত হতে পারি। জলঢাকা পৌরসভা কে এগিয়ে নোয়ার লক্ষ্যে যাহা যাহা করণীয় আমি সব কাজ করব। যদি এবারের মত সাধারণ জনগণ আমাকে নির্বাচিত করে। এবং এর আগে অনেক মেয়র হয়েছে অনেক প্রতিশ্রুতি দিয়েছে তারা কিন্তু কোনটাই সফল করতে পারে নাই এজন্য। এবার সাধারণ মানুষের পাশে আমাকেই দাঁড়াতে হবে বলে মনে করি।আপনাদের দোয়ায় আমার প্রধান কাম্য এবং এবারে সাধারণ জনগণকে নিয়েই মাঠে কাজ করব জয়ের লক্ষ্যে।
আপনার মতামত লিখুন :