ঢাকা শনিবার ৪ অক্টোবর, ২০২৫
মো লুৎফুর রহমান রাকিব কুমিল্লা জেলা প্রতিনিধি: আজ ০৮/০২/২০২৪খ্রিঃ তারিখ বিকাল ১৫:২০ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লার একটি টিম কুমিল্লা জেলায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুমিল্লা বুড়িচং থানাধীন মনিপুর (কাবিলা) সাকিনস্থ কাজীর দোকানের বিপরীত পাশে চট্টগ্রাম-টু-ঢাকা গামী মহাসড়কের দক্ষিণ পাশে ভূঁইয়া বাড়ীর পুকুর পাড় সংলগ্ন পাকা রাস্তার উপর চেকপোস্ট ডিউটি করে একটি পিকআপ হতে ২২(বাইশ) কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী ১। মোঃ হোসাইন আলী @ আলী হোসাইন [ভাসমান](৪০), পিতা-আব্দুর রহমান, মাতা-হাফেজা বেগম, গ্রাম-রত্মাবর্তী (বাগান বাড়ী), ২। মোঃ নাসির উদ্দীন সোহাগ (৪২), পিতা-আমির হোসেন, মাতা-হোসনেয়ারা বেগম, গ্রাম-বাড়ী নং-১১, বিষ্ণুপুর-মৌলভী পাড়া (লেংটার মাজারের দক্ষিণ পাণে আমির হোসেন এর বাড়ী), উভয় থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লাকে গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে উক্ত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা এর বুড়িচং থানার মামলা নং- ১১ , তারিখ-০৮/০২/২৪খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর টেবিল ১৯(গ) তে মামলা রুজু করা হয়।
আপনার মতামত লিখুন :