ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫
মোঃ ইউসুফ আলী, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: মঙ্গলবার দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় তামাক নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্বির লক্ষ্যে ও তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের জন্য লিফলেট ক্যাম্পেইন এর উদ্ভোধন করেন সহকারী কমিশনার (ভুমি) রাজকুমার বিশ্বাস ও বীরগঞ্জ পৌরসভার মেয়র মোশারফ হেসেন (বাবুল) বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই ক্যাম্পেইনের উদ্ভোধন করা হয় । এনআইএলজির সহযোগীতায় বীরগঞ্জ পৌরসভা ও স্থানীয় সহযোগী সংস্থা জামতলী জনকল্যাণ সমিতি (জেজেএস) যৌথভাবে এই ক্যাম্পেইন পরিচালনা করেন। ক্যাম্পেইনের অংশ হিসেবে উপজেলা পরিষদ, বীরগঞ্জ সরকারী পাইলট স্কুল, বীরগঞ্জ সরকারী বালিকা বিদ্যালয়, বীরগঞ্জ সরকারী কলেজ, ও বীরগঞ্জ থানায় প্রচারনা কার্যক্রম পরিচালনা করা হয়। পর্যায়ক্রমে পৌরসভার সকল স্থানে এই কার্যক্রম পরিচালিত হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন বীরগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা শামিমা আকতার, জামতলী জনকল্যাণ সমিতি (জেজেএস) এর নির্বাহী পরিচালক মোঃ ইউসুফ আলী পৌরসভার কর এসেসোর মোঃ হারুনর রশিদ সহ বীরগঞ্জ পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ ।
আপনার মতামত লিখুন :