এস এম আলমগীর চাঁদ,পাবনা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ শামসুল হক টুকু সাঁথিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কার্যকরী কমিটির নির্বাচিত সদস্যদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের সবসময় দায়িত্বশীল আচরণ করতে হয়। দেশের স্বার্থে গণমাধ্যমকে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে কাজ করে যেতে হবে। গঠনমূলক সমালোচনার মাধ্যমে ভুলত্রুটি শুধরে দেশের উন্নয়নকে ত্বরান্বিত করা যায়। সাঁথিয়া প্রেসক্লাব এ কাজটি খুব সুনামের সাথে করে আসছে এবং আশা করি ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। গতকাল অনুষ্ঠিত সাঁথিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কার্যকরী কমিটির নির্বাচনে মোঃ মানিক মিয়া রানা সভাপতি এবং মোঃ উজ্জ্বল হোসেন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। এছাড়া মোঃ ফারুক হোসেন সহ-সভাপতি, তায়জুল ইসলাম সহ-সাধারণ সম্পাদক এবং মোঃ মনসুর আলম খোকন কার্যকরী সদস্য পদে সর্বোচ্চ ভোট পান। সাঁথিয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ গোলাম সরোয়ার রিটার্নিং কর্মকর্তা হিসেবে ফলাফল ঘোষণা করেন।
আপনার মতামত লিখুন :