ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫
নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারী জেলার ডিমলা উপজেলায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া লেগেছে। উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে মোঃ হামিদার রহমান। প্রতিনিয়ত পাড়া মহল্লা,হাটে বাজারের চায়ের আড্ডায় চলছে নির্বাচনী আলাপ-আলোচনা। কে হবেন উপজেলা ভাইস চেয়ারম্যান, এখানে ভাইস চেয়ারম্যান পদে অনেক প্রার্থীর নাম শোনা গেলেও ভোটারদের মুখে আলোচনা হচ্ছে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মোঃ হামিদার রহমানের কথা। তৃণমুলের আলাপ আলোচনায় ভাইস চেয়ারম্যান পদে অনেক প্রার্থীর নাম শোনা গেলেও জোড়ে সোরে আসছে বাংলাদেশ প্রেস নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক ও ডিমলা উপজেলা শাখার সভাপতি মোঃ হামিদার রহমানের নাম। ইতোমধ্যে তার অনুগত সমর্থকেরা ফেসবুক সহ ভিবিন্ন মাধ্যমে জানান দিয়েছেন পছন্দের প্রার্থী মোঃ হামিদার রহমানের নাম। সাধারন ভোটার সহ তরুন প্রজন্মের ভোটারদের কাছে তার গ্রহনযোগ্যতা সুখ-দুঃখের সাথী হিসেবে উপজেলার একমাএ ভরসা মোঃ হামিদার রহমান। উপজেলার মোট ১০টি ইউনিয়নের স্থানীয় ভোটারদের মতে আসন্ন উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ হামিদার রহমান বিপুল ভোটে বিজয়ি হবেন। মোঃ হামিদার রহমান বলেন ,ভোটারদের ইচ্ছে পূরনে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন করার আশা প্রকাশ করছি। আমি আশা করছি আসন্ন উপজেলা নির্বাচনে আমি ভাইস চেয়ারম্যান পদে বিপুল ভোটে নির্বাচিত হব ইনশাআল্লাহ।
আপনার মতামত লিখুন :