মোঃইব্রাহিম সরকার স্টাফ রিপোর্টার: লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় গরিব অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে হাসিমুখ সমাজকল্যাণ পরিষদ। গতকাল সকাল ও রাতে দলগ্রাম ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ড ভিত্তিক বিতরণ করা হয়েছে। এলাকাবাসী বলেন, আলহামদুলিল্লাহ দোয়া ও শুভকামনা হাসিমুখ সমাজ কল্যাণ পরিষদ টিমকে আমাদের কে এই তীব্র ঠান্ডায় কম্বল দেওয়ার জন্য। সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ আশিকুর রহমান আশিক বলেন.. গড়বো মোরা হাসিমুখ, ঘুচে যাবে সকল দুঃখ এই প্রতিপাদ্যকে বাস্তবায়নের লক্ষ্যে হাসিমুখ সমাজকল্যাণ পরিষদ টিমের পথ চলা। যেনারা আমাদেরকে ইভেন্ট বাস্তবায়নের জন্য বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদেরকে জানাই হাসিমুখ সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। মহান আল্লাহতালা যেন সবাইকে কবুল করেন- আমিন। আরো উপস্থিত ছিলেন, হাসিমুখ সমাজকল্যাণ পরিষদের শিক্ষা বিষয়ক সম্পাদক নুরে জান্নাত তিশা ও নারী বিষয়ক সম্পাদক তৌহিদা ত্বহা সহ প্রমুখ।
আপনার মতামত লিখুন :