ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

কুড়িগ্রামে চাঁদাবাজির মামলায় কথিত দুই সাংবাদিক গ্রেফতার

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪, ৭:২৭ অপরাহ্ণ

মোঃ শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ বুধবার (৩১ জানুয়ারি) রাতে কুড়িগ্রাম সদর ও মোগলবাসা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গত ২২ জানুয়ারী ধরলা নদীর তীর রক্ষা বাঁধের নির্মাণ কাজের এস কে এমদাদুল হক আল মামুন ঠিকাদারী প্রতিষ্ঠানে ঐ দুইজন সাংবাদিক পরিচয় দিয়ে সাব ঠিকাদার জাহিদুল ইসলামের নিকট এক লাখ টাকা চাঁদা দাবী করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আটককৃত দুইজন সাব ঠিকাদার এবং এসএ টিভির জেলা প্রতিনিধি জাহিদুল ইসলামকে মারধর করে। এ সময় লেবার পেমেন্টের জন্য জাহিদের নিকটে থাকা ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় জাহিদুল ইসলাম ৩০ জানুয়ারী সদর থানায় ছিনতাই ও চাঁদাবাজি মামলা দায়ের করে। পুলিশ বুধবার রাতে অভিযান চালিয়ে ওই দুইজনকে গ্রেফতার করে। বুধবার সকালে তাদের জেল হাজতে প্রেরন করে। জানা গেছে, তারা দুজনসহ একটি সংঘবদ্ধ চক্র সাংবাদিকতার নাম ভাঙ্গিয়ে বিভিন্ন এলাকায় মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজী করে আসছিল। প্রতিবেদকঃ মোঃ শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার দৈনিক কলম যোদ্ধা।