ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫
মোছাঃ ফাতেমাতুজ জহুরা,নওগাঁ প্রতিনিধিঃ
আজ তোমার বিশেষ একটি দিন। এই দিনে বাবা মায়ের কোলজুড়ে তুমি পৃথিবীতে এসেছিলে। তোমায় পেয়ে তোমার বাবা-মা আনন্দে মেতে উঠেছিল। শুভ জন্মদিন প্রনব কুমার ঘোষ জয়। আজ দেখতে দেখতে ২৫ বছর পেরিয়ে ২৬ বছরে পা রাখলে তুমি। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি তিনি যেন তোমাকে সুস্থ রাখুক দীর্ঘজীবী করুক।জীবনে সঠিক পর্যায়ে তোমাকে পৌঁছাতে হবে। বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে হবে। তোমার সব পদক্ষেপে আমরা আছি তোমার পাশে। অনাবিল আনন্দে ভরিয়ে তুলো তোমার জীবন। সামনের ভবিষ্যৎ দিনগুলি তোমার জীবনে আনন্দময় আনুক এই কামনাই করি সব সময়। আমারও দৈনিক কলম যোদ্ধা পত্রিকার পক্ষ থেকে জন্মদিনের আবারো শুভেচ্ছা সেই সাথে দোয়া করি জীবনের সফলতা অর্জন করে একজন মহৎ ও সৎ ব্যক্তির অধিকারী হও প্রনব কুমার ঘোষ জয়।
আপনার মতামত লিখুন :