ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫
নিজস্ব প্রতিবেদন: রিপোর্টার বাংলা টিভির চিফ রিপোর্টার সোহেল রানা হাওলাদার এর একমাত্র পুত্র জিহাদ এর জন্মদিন।শুভ জন্মদিন জিহাদ বাবা দৈনিক কলম যোদ্ধা পত্রিকার সম্পাদক ও কলম যোদ্ধা পরিবারের পক্ষ থেকে শুভ জন্ম দিনের শুভেচ্ছা রইলো। শুভ হউক তোমার আগামীর পথ চলা। আগামী দিনের জন্য শুভ কামনা।আজ তোমার বিশেষ একটি দিন। এই দিনে বাবা মায়ের কোলজুড়ে তুমি পৃথিবীতে এসেছিলে। তোমায় পেয়ে তোমার বাবা-মা আনন্দে মেতে উঠেছিল। শুভ জন্মদিন জিহাদ। আজ দেখতে দেখতে ছয়টি বছর পেরিয়ে সপ্তম বছরে পা রাখলে তুমি। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি তিনি যেন তোমাকে সুস্থ রাখুক দীর্ঘজীবী করুক।জীবনে সঠিক পর্যায়ে তোমাকে পৌঁছাতে হবে। বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে হবে। তোমার সব পদক্ষেপে আমরা আছি তোমার পাশে। অনাবিল আনন্দে ভরিয়ে তুলো তোমার জীবন। সামনের ভবিষ্যৎ দিনগুলি তোমার জীবনে আনন্দময় আনুক এই কামনাই করি সব সময়। আমারও রিপোর্টার বাংলা টিভির পক্ষ থেকে জন্মদিনের আবারো শুভেচ্ছা সেই সাথে দোয়া করি জীবনের সফলতা অর্জন করে একজন মহৎ ও সৎ ব্যক্তির অধিকারী হও।সৃস্টিকর্তা তোমাকে নেক হায়াত দান করুক আমিন।
আপনার মতামত লিখুন :