ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫
পরপর দুইবার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন প্রভাষক সোহরাব হোসেন ছান্নু
নাজিরুল ইসলাম, বগুড়া প্রতিনিধিঃ
প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় পরপর দুইবার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বগুড়ার শাজাহানপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।
এর আগে তিনি জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৯ শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়ে ছিলেন।
উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয় পরিদর্শন ও অবকাঠামো উন্নয়ন, ঝরে পড়া প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম, পাঠদানে শিক্ষকদের অনুপ্রেরণা জোগানো সহ বিভিন্ন মানদন্ডের ভিত্তিতে গত ১৩ সেপ্টেম্বর-২৩ জেলা পর্যায়ের মূল্যায়ন কমিটি তাকে শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান মনোনীত করেছে।
উল্লেখ্য,শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি প্রভাষক সোহরাব হোসেন ছান্নু উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই ব্যক্তিগত তহবিল থেকে সহযোগিতা, শিক্ষার্থীদের খেলাধুলার সামগ্রী ক্রয় সহ প্রাথমিক শিক্ষার মানোন্নয়ে নানাবিধ কর্মকান্ড পরিচালনা করে আসছেন। আবারও দ্বিতীয় বারের মত জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের মধ্য দিয়ে তার সেই নিরলস পরিশ্রম ফলপ্রসু হল।
শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও রাজনৈতিক নেতৃবৃন্দ তাকে শুভেচ্ছা জানিয়েছে।
আপনার মতামত লিখুন :