ভবদিশ চন্দ্র, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা পৌরসভার মেয়র ইলিয়াস হোসেন বাবলু মারা গেছেন।গতকাল শুক্রবার (১৯ জানুয়ারি) রাত ১০টা ৫০ মিনিটের দিকে জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মৃত্যুকালে মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।এর আগে তিনি কম্বল বিতরণ করছিলেন। এ সময় তিনি ঠান্ডায় কাঁপছিলেন। পরে গাড়িতে ওঠার সময় মেয়র ইলিয়াস মাটিতে লুটিয়ে পড়েন। পারিবারিক সূত্রে জানা গেছে, মেয়র ইলিয়াস শুক্রবার (১৯ জানুয়ারি) দিনভর পৌর এলাকার বিভিন্নস্থানে প্রান্তিক মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন। রাতে পৌরসভার সতিঘাট এলাকায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন তিনি। সেখান থেকে ফেরার পথে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মেয়র ইলিয়াসের মৃত্যুর খবরে হাসপাতালে ভিড় করেন জলঢাকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, স্বজনরাসহ অগণিত মানুষ। শোকের ছায়া নামে গোটা শহরে। মেয়রের পৌর শহরের বাসস্ট্যান্ডের বাড়িতে তাকে এক নজরে দেখতে আসেন নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেলসহ সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। মৃত্যু কালে তিনি স্ত্রী, দুই ছেলে,এক মেয়ে, নাতি-নাতনি সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।শনিবার (২০ জানুয়ারি) দুপুর ২টা ৩০ মিনিটে জলঢাকা স্টেডিয়াম মাঠে প্রথম জানাজা ও বাদ আসর উত্তর কাজিরহাট গ্রামের পারিবারিক কবরস্থানে দ্বিতীয় জানাজা হওয়ার কথা রয়েছে।
আপনার মতামত লিখুন :