ঢাকা শনিবার ৪ অক্টোবর, ২০২৫

ঢাকা শনিবার ৪ অক্টোবর, ২০২৫

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র পাড়ের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪, ৫:৫২ অপরাহ্ণ

মোঃ শফিকুল ইসলাম,স্টাফ রিপোর্টারঃ কুড়িগ্রাম জেলা পুলিশের আয়োজনে জিসকা ফার্মাসিউটিক্যালস এর ব্যবস্থাপনা পরিচালকের সহযোগীতায় ব্রহ্মপুত্র পাড়ের শতাধিক শীতার্ত মানুষজনের মাঝে কম্বল বিতরণ করা হয়।বিতরণ কালে উপস্থিত ছিলেন উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম।জেলা পুলিশের আয়োজনে জিসকা ফার্মাসিউটিক্যালের ব্যবস্থাপনা পরিচালক সাদ্দাম হোসেনের সহযোগিতায় থানাহাট ইউনিয়নের রাজারভিটা এলাকার ব্রহ্মপুত্র তীরবর্তী চরাঞ্চলে এসব কম্বল বিতরণ করা হয়।বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম বলেন, শীতার্ত মানুষের মাঝে জেলা পুলিশের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ চলমান রয়েছে। সবাইকে মাদক, জুয়া, বাল্যবিবাহের বিরুদ্ধে পুলিশকে তথ্য ও সামাজিক সচেতনতা সৃষ্টির আহবান জানান তিনি।এ সময় উপস্থিত ছিলেন- চিলমারী থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মোজাম্মেল হক, এসআই মমিনুল ইসলাম প্রমুখ।