ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫
মোঃ ইব্রাহিম সরকার স্টাফ রিপোর্টার: লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের, মহিষখোচা জামাত গোরবাহে আহলে হাদিস বাইতুল আমান জামে মসজিদ এর দান বাক্সের তালা কেটে টাকা চুরি করে দুর্বৃত্তরা। মসজিদের মুয়াজ্জিন মাজেদ বলেন, আজ শুক্রবার (১৯ জানুয়ারি) আমি ফজরের নামাজের আযান দিতে এসে দেখি দান বাক্সের তালা কাটা দুর্বৃত্তরা তালা কেটে টাকা নিয়েছে। মসজিদের সভাপতি আব্দুল কুদ্দুস মাস্টার বলেন আজ শুক্রবার নামাজ পড়তে এসে শুলাম, জরুরি চোর ধরার ব্যবস্থা করতে হবে। ওই এলাকার বাসিন্দা সাবেক মেম্বার ও মসজিদের উপদেষ্টা কমেটি মোঃ ফারুক মিয়া বলেন অভিযোগ পেয়েছি, জরুরিভাবে চোর ধরার ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আপনার মতামত লিখুন :