ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫

ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫

খুলনার দাকোপের চালনা পৌরসভায় আচাভুয়া বাজারে সরকারি জায়গায় অবৈধভাবে ঘর নির্মাণ

মোঃ শামীম হোসেন - খুলনা বিভাগীয় প্রতিনিধিঃ। প্রকাশিত: সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ৭:২৩ অপরাহ্ণ

খুলনার দাকোপের চালনা পৌরসভায় আচাভুয়া বাজারে সরকারি জায়গায় অবৈধভাবে ঘর নির্মাণ
মোঃ শামীম হোসেন – খুলনা বিভাগীয় প্রতিনিধিঃ- খুলনার দাকোপ উপজেলার চালনা পৌরসভায় আচাভুয়া বাজার সংলগ্ন এলাকায় প্রশাসনের নির্দেশনা অমান্য করে সরকারি খাস জায়গার উপর ঘর নির্মাণ করা হয়েছে। সরেজমিনে জানা যায়, উপজেলার চালনা পৌরসভার আচাভুয়া বাজারের মেইন রাস্তার পাশে, চুনকুড়ি নদীর চরে সরকারি খাস জায়গা দখল করে প্রকাশ্য দিবালোকে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে, সবুজ পল্লীর বাসিন্দা আঃ কুদ্দুস এর ছেলে মোঃ রবিউল ইসলাম এ ঘর নির্মাণ করছে। দাকোপ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘর নির্মাণের বিষয় দাকোপ উপজেলা এসিল্যান্ড পাপিয়া সুলতানা সহ সংশ্লিষ্ট তহসীলদার শাকিল আহমদে সরাসরি উপস্থিত হয়ে, ঘরের কাজ বন্ধ করে দেন। তার কয়েক দিন পরে প্রশাসনের এ নির্দেশনা অমান্য করে আবারও সেই ঘরের কাজ শুরু করেছে। ঘরের বিষয় স্থানীয় কয়েকটি পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে নিউজ হলেও কঠোর কোন ব্যবস্থা এখনো পর্যন্ত প্রশাসনিক
ভাবে নেওয়া হয়নি। এলাকাবাসি ও বাজার কমিটির সুত্রে জানা যায়। এছাড়াও এলাকা বাসি ও বাজার কমিটি মিলে স্থানীয় জনসাধারণের গন স্বাক্ষরের মাধ্যমে বিভাগীয় কমিশনার বরাবর লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিয়েছে। এদিকে ঘর নির্মাণের বিষয় সংশ্লিষ্ট তহসীলদার শাকিল আহমেদ এর নিকট জানতে চাইলে তিনি জানান, প্রথমিক ভাবে শুনামাত্রই ঘটনা স্থলে যাই এবং ঘর তৈরী করা মৌখিক ভাবে নিষেধ করি। নিষেধ করার পরও যদি কাজ করে থাকে তাহলে তাঁর বিরুদ্ধে আইন গত ব্যবস্থা গ্রহণ করা হবে। এব্যাপারে দাকোপ উপজেলা সহকারী কমিশনার ভুমি পাপিয়া সুলতানা বলেন ওখানে সরকারি জায়গা দখল করে যতগুলো স্থাপনা তৈরি করা হয়েছে। দ্রুত সবগুলো ঘর উচ্ছেদের জন্য নোটিশ দেওয়া হবে। এ আদেশ অমন্যকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।