ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫
জলঢাকায় সততা ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা
ভবদিশ চন্দ্র, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় সততা ক্লিনিকে অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়েছে।
আজ সোমবার দুপুরে পৌরসভার মাথাভাঙ্গা রোডে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি এ বি এম সারোয়ার রাব্বি।
এসময় ক্লিনিকে মেয়াদ উত্তীর্ণ রিয়েজেন্ট রাখার দায়ে ৪০ হাজার টাকা জরিমানা করেন তিনি। এছাড়াও মানসম্মত অপারেশন রুম, রোগী বসার জায়গার স্বল্পতা ও এনেস্থেসিও লজিষ্ট ছাড়া অপারেশন না করার জন্য সর্তক করা হয়।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএইচএম রেজওয়ানুল কবীর, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মামুন মিয়া ও সেনেটারি ইন্সপেক্টর জিল্লুর রহমান উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :