সোহানুল হক পারভেজ রাজশাহী: রাজশাহীর তানোর উপজেলা মোড়ে আচরণ বিধি লংঘন করে পোষ্টার লাগানোর অভিযোগে নৌকা প্রতীকের অতিরিক্ত প্রচার প্রাইভেট গাড়ি ব্যবহার করে নৌকার পোষ্টার লাগানোর জন্য ভ্রাম্যমান আদালতে ৫০০ শতটাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার তানোর উপজেলা মোড়ে মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সোনিয়া সর্দারের মাইক্রো গাড়িতে পোস্টার লাগানোর কারনে এ ভ্রাম্যমান দেয়া হয় । তানোর সহকারী কমিশনার (ভুমি) জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবিদা সিফাত ভ্রাম্যমান আদালতে এ জরিমানা করেন। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, প্রচারণা এবং যানবাহনে পোস্টার ব্যানার ব্যবহার করায় জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা, ১৭এর ধারা ১৮ (১) মোতাবেক ৫০০/ টাকা জরিমানা করা হয়।
আপনার মতামত লিখুন :