ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫

ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫

অর্থ আত্মসাতের অভিযোগে জয়পুরহাট সমাজসেবা কর্মকর্তার দুই বছর বেতন বৃদ্ধি স্থগিত

অনলাইন ডেস্ক ।। প্রকাশিত: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩, ১১:১১ অপরাহ্ণ

মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান,
জয়পুরহাট প্রতিনিধিঃ

অর্থ আত্মসাৎ সহ নানা অনিয়মের কারণে জয়পুরহাট সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক ইমাম হাসিমের দুই বছরের বেতন বৃদ্ধি স্থগিত করে লঘুদ- প্রদান করা হয়েছে। গত ১১ সেপ্টেম্বর সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। ১৩ সেপ্টেম্বর প্রজ্ঞাপনটি সমাজকল্যাণ মন্ত্রনালয়ের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। তবে সম্প্রতি বিষয়টি জানাজানি হয়।

প্রজ্ঞাপনে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হোসেন মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার টাকা আত্মসাৎ করার অভিযোগ করেন।

এছাড়া প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইমাম হাসিম বগুড়ার শেরপুর উপজেলায় সমাজসেবা অফিসার হিসেবে কর্মরত থাকা অবস্থায় বিভিন্ন ভাতার অর্থ কেন্দ্রীয় হিসাব থেকে সংরক্ষনের জন্য “বয়স্কভাতা আনুতোষিক” শিরোনামে সোনালী ব্যাংক শেরপুর শাখায় স্থানান্তর, ব্যাংক প্রতিনিধির উপস্থিতিতে বয়স্কভাতার কার্ড ভাতাভোগিদের মাঝে বিতরণ করার দাবী করলেও কোন মাস্টাররোল দেখাতে না পারা, ভাতা বিতরণের মাস্টাররোল সংরক্ষণ ও প্রদর্শন না করায় অবিতরণকৃত ভাতার অর্থ আত্মসাতের উদ্দেশ্যে একক স্বাক্ষরে পরিচালিত হিসাব নম্বরে স্থানান্তর, নীলফামারীতে কর্মরত থাকা অবস্থায় বেদে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ খাতে ২০১৮-২০১৯ অর্থবছরে অনিয়ম, হলরুম ভাড়া বাবদ বরাদ্দকৃত ২০ হাজার ও প্রশিক্ষকের সম্মানীবাবদ ৫৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ করা হয়।

এসব অভিযোগের বিষয়ে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিধিমত ব্যবস্থা গ্রহণের সুপারিশসহ বিভাগীয় মামলা দায়ের করা হয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ইমাম হাসিম ব্যক্তিগত শুনানির প্রার্থনা করলে শুনানি শেষে তার বক্তব্য সন্তোষজনক না হওয়ায় তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য কর্মকর্তা নিয়োগ করা হয়। পরে তদন্ত প্রতিবেদনে তার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩ (খ) বিধি অনুযায়ী “অসদাচরণ” অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। এরপর তাকে একই বিধিমালার ৪ (২) (খ) বিধি অনুযায়ী দুই বছরের জন্য বেতন বৃদ্ধি স্থগিত করে লঘুদ- প্রদান করা হয়। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।

বিষয়টি জানতে জয়পুরহাট সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক ইমামের নাম্বারে কল করলে তিনি কল রিসিভ করেননি।