ঢাকা শনিবার ৪ অক্টোবর, ২০২৫

ঢাকা শনিবার ৪ অক্টোবর, ২০২৫

সিরাজগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন উপলক্ষ্যে- র‍্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩, ৮:১৮ পূর্বাহ্ণ

আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জঃ প্রবাসী কর্মীরা উন্নয়নের অংশীদার সমুন্নত রাখবো তাদের অধিকার” এই প্রতিপাদ্য নিয়ে সিরাজগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন উপলক্ষ্যে র্যালি প্রদর্শন এবং দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ক্লাইমেট বীজ ফান্ডের এবং কে এফ ডব্লিউ এর অর্থায়নে – সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস সিরাজগঞ্জের আয়োজনে – সোমবার (১৮ ডিসেম্বর-২০২৩) বিকেল সোয়া ৩ টার দিকে- সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সন্মুখে হতে বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে শহিদ এ.কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে- এক আলোচনা সভা অনুষ্ঠান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্যে রাখেন – জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান এবং অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং সভাপতিত্ব করেন – অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি এবং মানব সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা) মোঃ রায়হান কবির। বিশেষ অতিথি ছিলেন – পুলিশ সুপারের পক্ষে প্রতিনিধি, সহকারী কমিশনার (প্রবাসী কল্যাণ ডেস্ক) অমৃতা শারলিন রাজ্জাক, সিরাজগঞ্জ টিটিসি’র অধ্যক্ষ আনোয়ার হোসেন,জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন,প্রবাসী কল্যাণ ব্যাংকের ম্যানেজার আখলাকুর রহমান উজ্জ্বল প্রমুখ। আলোচনায় এনজিও প্রতিনিধি হিসেবে বক্তব্যে রাখেন- ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর হামিদা আহসান। অনুষ্ঠানে – সিরাজগঞ্জ জেলা ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর কর্মকর্তা – কর্মচারীরা, প্রবাসী কল্যাণ ব্যাংক, জনশক্তি ও কর্মসংস্থান অফিস, টিটিসির কর্মকর্তা -কর্মচারীরা জেলা -উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারী-বেসরকারী অভিবাসন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সমূহের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহন করে। জাতিসংঘ কর্তৃক ১৮ ডিসেম্বরকে ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস’ হিসেবে ঘোষণা করা হয়। দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অভিবাসীকর্মীদের অবদানের স্বীকৃতির সর্বোচ্চ মর্যাদা প্রদানের উদ্দেশ্যে দিবসটি পালন করা হয়।