ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

গুইমারায় দুই ভাই-বোনের পানিতে পড়ে করুন মৃত্যু

অনলাইন ডেস্ক ।। প্রকাশিত: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩, ১০:৫০ অপরাহ্ণ

মোঃমাসুদ রানা,স্টাফ রিপোর্টার
খাগড়াছড়ির গুইমারা উপজেলার ক্যামেরন পাড়ায় পানিতে পড়ে দুই ভাই- বোনের করুন মৃত্যুর ঘটনা ঘটেছে।
রবিবার বিকেলে উপজেলার ৯ নং ক্যামেরন পাড়ায় এ মর্মান্তিক ঘটে।নিহতদের নাম অপু বিশ্বাস ত্রিপুরা(৭) ও আরেকজন চনে রঞ্জন ত্রিপুরা(৬)। তাদের উভয়ের পিতা নওজা মোহন ত্রিপুরা, মাতা নাতিবালা ত্রিপুরা।
জানা যায় , বিকেলে বাসায় বাচ্চা দুটি একাই ছিল। তাদের মা-বাবা কাজের উদ্দেশ্যে বাড়ির বাইরে ছিলো। খেলতে খেলতে বাচ্চারা তৈমাতা ব্রিজের নিচের খালে পরে যায়। পরিবারের লোকজন তাদের খোঁজাখুজির এক পর্যায়ে খালের ভিতর লাশ দেখতে পায়।
গুইমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরা বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।
গুইমারা থানার ওসি রাজিব চন্দ্র কর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।