ঢাকা সোমবার ৬ অক্টোবর, ২০২৫
(রুবি জয়ন্তী): উদযাপন উপলক্ষে পুনর্মিলনী ২০২৩ অনুষ্ঠিত জান্নাতুল সাফি স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া শেকড় ভালোবেসে এসো মেতে উঠি প্রাণের উচ্ছ্বাসে” ব্রাহ্মণবাড়িয়া জেলা, নবীনগর উপজেলার ভোলাচং উচ্চ বিদ্যালয়ের ৪০ বছর পূর্তি (রুবি জয়ন্তী) উদযাপন উপলক্ষে পুনর্মিলনী ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।১৯৮৪ সালে নবীনগর পৌর এলাকার ভোলাচং গ্রামে স্থানীয় এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় ভোলাচং উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয় টি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে ভোলাচং, শ্রীরামপুর,নারায়নপুর,সুহাতা,কাজিমাবাদ,ভেলানগর, দোলাবাড়ি,নবীপুর,বাঁশবাজার এর শিক্ষার্থীরা অত্র প্রতিষ্ঠান থেকে গ্রহণ করে আসছে। এই বিদ্যালয় থেকে স্কুল জীবন শেষ করে অনেক শিক্ষার্থী সরকারের উচ্চ পদস্থ চাকরীতে কর্মরত আছেন,এবং এই স্কুলের শিক্ষার্থী উচ্চ শিক্ষা অর্জন করে এই ভোলাচং উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত আছেন। সাবেক শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় ১৫/১২/২০২৩ ভোলাচং উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে বর্তমান ও প্রাক্তন শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে ৪০ বছর পূর্তি (রুবি জয়ন্তী) উদযাপন উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের ৪০ বছর পূর্তি (রুবি জয়ন্তী) উদযাপন কমিটির আহবায়ক কাউন্সিলর জসিম উদ্দিনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলাচং উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও পৌর মেয়র এড.শিব শংকর দাস, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আমির ফয়সাল, প্রধান শিক্ষক, ভোলাচং উচ্চ বিদ্যালয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মোঃ আলমগীর মিয়া,দাতা সদস্য। মোঃ বশিরুল আলম, অবিভাবক সদস্য, মোঃ হাবিবুর রহমান, অবিভাবক সদস্য। মোঃ গোলাম মাওলা ভুইঁয়া, অবিভাবক সদস্য। মোঃ হেলাল ভুইঁয়া, অবিভাবক সদস্য। হেলেনা আক্তার, মহিলা অবিভাবক সদস্য, পার্থ চক্রবর্তী, মোঃ ইব্রাহিম খলিল শিক্ষক প্রতিনিধি। সুমি আক্তার, মহিলা শিক্ষক প্রতিনিধি। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, ডাক্তার মোঃ সাদ্দাম হোসেন,প্রাক্তন শিক্ষার্থী, সদস্য সচিব, ৪০ বছর পূর্তি উদযাপন কমিটি ও মেডিকেল অফিসার, নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ভোলাচং উচ্চ বিদ্যালয়ের ৪০ বছর পূর্তি (রুবি জয়ন্তী) উদযাপন উপলক্ষে পুনর্মিলনীর,,, অনুষ্ঠানসূচি প্রথম পর্ব *জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলন । ৮:৩০ মিনিট। **সকলে একসাথে র্যালি তে অংশগ্রহণ। ৮:৪৫ মিনিট। **সম্মানিত অতিথিবৃন্দের আসন গ্রহণ । ৯:৪৫ মিনিট। **কুরআন থেকে তেলাওয়াত ও ভাগবত গীতা পাঠ। ১০:০১ মিনিট। **দলীয় নিত্য (বিদ্যালয় গান) পরিবেশনায়:বর্তমান স্কুলের শিক্ষার্থী। ১০:০৫ মিনিট। **শুভেচ্ছা বক্তব্য । সদস্য সচিব আহবায়ক কমিটি ডাক্তার সাদ্দাম হোসেন। ২০০৮ ব্যাচ। ১০:১৫ মিনিট। **সকল প্রাক্তন শিক্ষকদের সম্মাননা প্রদান। ১০:৩০ মিনিট। **প্রতি ব্যাচের প্রতিনিধিদের বক্তৃতা। ১০:৪৫ মিনিট। **সম্মানিত অতিথিদের বক্তৃতা। **সভাপতির বক্তৃতা শেষান্তে নামাজ বিরতি ও খাবার বিতরণ। ১২:১৫ হতে ২:১৫ মিনিট পর্যন্ত। দ্বিতীয় পর্ব দলীয় নিত্য (চলো বাংলাদেশ)বর্তমান শিক্ষার্থী বৃন্দ।২:১৫ মিনিট। **প্রাক্তনদের স্মৃতিচারণ ও আলোচনা সভা। ২:৩০ মিনিট। **প্রাক্তনদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। ২:৩০ থেকে ৫:০০ পযন্ত । **স্থানীয় শিল্পীদের নৃত্য পরিবেশন। ৫:৪৫ থেকে ৬:৪৫ পযন্ত। **অতিথি শিল্পীদের সাংস্কৃতিক সন্ধ্যা। ৭:১৫ থেকে ১১:০০ মিনিট পর্যন্ত। **বিশেষ আকর্ষণ রেফেল ড্র রাত ১১:০১ থেকে ১২:০০ পযন্ত। **অনুষ্ঠান সমাপ্ত। রাত ১২;০১ মিনিট
আপনার মতামত লিখুন :