স্বপন রবি দাশ, জেলা প্রতিনিধি হবিগঞ্জ : ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে নবীগঞ্জ উপজেলা বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরাম (বি এন জে এফ) এর পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টায় নবীগঞ্জ শহরের কেন্দ্রীয় স্মৃতি শৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন সংগঠনটির সদস্যরা। বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরাম নবীগঞ্জ উপজেলা সভাপতি মোঃ সেলিম উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ সুমন মিয়া’র নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনটির সদস্যরা। এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ হেলাল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক নিউটন এস ডি, সাংগঠনিক সম্পাদক স্বপন রবি দাশ, কোষাধ্যক্ষ মোঃ মজিবুর রহমান ভূইয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ কাজল নাথ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাহমুদ কোরেশী, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ সফর আলী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ আশরাফুল বারী খোকন, কার্যনির্বাহী সদস্য কবি মিজান মোহাম্মদ, সাংবাদিক আব্দুল মুহিত, সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম নাহিদ।
আপনার মতামত লিখুন :