ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

বড়াইগ্রাম পৌরসভার ৯ নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির খসরা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩, ৬:৪৬ অপরাহ্ণ

 নিজস্ব প্রতিবেদক: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, ৬১-৪ বড়াইগ্রাম গুরুদাসপুর মাটি ও মানুষের নেতা জননেতা আলহাজ্ব ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারীর পক্ষ্যে বড়াইগ্রাম পৌরসভা ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের নির্বাচন প্রস্তুত কমিটি গঠনের আলোচনায় সাবেক নাটোর জেলা পরিষদ সদস্য আবুল কালাম জোয়ার্দার সভাপতিত্বে ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের উপদেষ্টা মোঃ আব্দুল আজিজ,,,আশরাফুল সরকার,,,শ্রী আশোক কুমার মদন,,, আঃ কুদ্দুস মিয়া কুদু,,,ও সভাপতি রবিউল গাজী ও ইউনুস আলী ড্রাইভারকে সাধারণ সম্পাদক হিসাবে দলটি গঠন করা হয়। এছাড়া ও আরও অনেক সদস্য আছেন তিনারা হলেন,, সাইদুল ইসলাম,, আনোয়ার হোসেন,,বাবুল, পদ্মা,,, মোছাঃ সোনা ভানু,, মোঃ লোকমান হোসেন ” রাজ্জাক,, বকুল,স্বাধীন,, বিদ্যুত,, মোঃ ফরহাদ,আঃ বাতেন,,, দুলা,,, শামীম রেজা,, মো: আলেক,, মাইনুল,, মোঃ নাইম,,, রুবেল গাজী,,,আর ও অনেকেই সদস্য হিসাবে ঘোষণা করেন তিনি,, সেই সময় উপস্থিত ছিলেন বড়াইগ্রাম সাবেক মেয়র বারেক,, এ্যাডভকেট জালাল সরকার,, অপু,,গনী মন্ডল ২ নং বড়াইগ্রাম ৭ ওয়ার্ডের মেম্বার প্রার্থী সমসের আলী,,মুক্তা গাজী সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।