ঢাকা শনিবার ৪ অক্টোবর, ২০২৫

ঢাকা শনিবার ৪ অক্টোবর, ২০২৫

তাড়াশ উপজেলা প্রশাসন কৃর্তক মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩, ৫:৩৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ

বাঙালী জাতির হাজার বছরের বীরত্বের এক বিস্মরণীয় গৌরবময় দিন ১৬ ডিসেম্বর। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে আত্মপ্রকাশ একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার এই ১৬ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে নয় মাসের মুক্তিযুদ্ধ শেষে রেসকোর্স ময়দানে আত্নসমর্পণ করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। চূড়ান্ত বিজয়ের মধ্য দিয়ে অভ্যুদয় ঘটে বাঙালির স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ। তবে একই সাথে দিনটি বেদনারও, তাদের জন্য বিশেষ করে যারা স্বজন হারিয়েছে।
অগণিত মানুষের আত্মত্যাগের ফসল আমাদের এই স্বাধীনতা।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের নেতৃত্ব ১৯৪৮ সাল থেকে ৫২’র ভাষা আন্দলোন, ৬৬’র ছয় দফা, ৬৯’র গণঅভ্যুত্থান, ৭১’র ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, ২৫’র মার্চে গণহত্যা শুরু হলে ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন।১৯৭১ সালে ১৬ ডিসেম্বর পাক সেনা আত্নসমর্পণের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। সেই হিসেবে বিজয়ের ৫২ বছর পূর্তির দিন আজ।
তারই ধারাবাহিকতায় তাড়াশ উপজেলা প্রশাসন কৃর্তক আয়োজিত মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর পালিত হয়।তাড়াশ উপজেলা শহিদ মিনারে ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলের তোরা দিয়ে সম্মান জানানো মধ্য দিয়ে দিনটির কার্যক্রম শুরু করা হয়।

সকাল ৯টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে জাতীয় পতাকা উত্তোলন করে বিভিন্ন স্কুল কলেজের কুজকাওয়াজ প্রদর্শণ ও ডিসপ্লে উপস্থাপন করা হয়।

বিজয় দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, থানা অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার আব্দুস ছামাদ, সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, আরশেদ কমান্ডার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হোসনে আরা পারভীন লাভলী, যুগ্ম সম্পাদক প্রভাষক মর্জিনা ইসলাম, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খাঁন, সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, তাড়াশ উপজেলা সকল মুক্তি যোদ্ধা ও তার পরিবারবর্গ।সকল প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী বৃন্দ, সাংবাদিক, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা, ছাত্র- ছাত্রী বৃন্দ।