ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে ১৪ দলের জোটের মধ্যে বাংলাদেশ তরীকত ফেডারেশনের জন্য কোনো আসন ছাড়ের ঘোষণা না থাকলেও নিজের ‘আসন নিশ্চিতের’ দাবি করেছেন দলের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী।
শুক্রবার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় ধানমন্ডিতে তরিকত ফেডারেশনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
এর আগে বৃহস্পতিবার রাতে ১৪ দলের শরিকদের জন্য সাতটি আসনে ছাড় দেওয়ার ঘোষণা আসে আওয়ামী লীগের পক্ষ থেকে। এর মধ্যে জাসদ-৩, ওয়ার্কার্স পার্টি-৩ ও জাতীয় পার্টি (জেপি)-১। এর বাইরে শরিক ৯টি দলকে কোনো আসন দেওয়া হয়নি। জাসদ-ওয়ার্কার্স পার্টি ও জেপির পক্ষ থেকে এই আসন প্রত্যাখ্যান করে পুনর্বিবেচনার আবেদন জানানো হয়েছে। সেইসঙ্গে ছাড় দেওয়া আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা।
আপনার মতামত লিখুন :