ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫
হাজী মো লুৎফুর রহমান রাকিব কুমিল্লা জেলা প্রতিনিধিঃ
নিন্মপদস্থ কর্মচারীর প্রতি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসারের মহানুভবতা। মেয়ের বিয়ের জন্য ব্যাংক থেকে ঋণ উত্তলনের ফরম নিয়ে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কর্মরত পরিচ্ছন্নকর্মী নিমাই লাল UNO জনাব রুবাইয়া খানম এর নিকট গেলে তিনি বলেন ঋণ নিয়ে মেয়ে বিয়ে দিলে খাবেন কি। বেতনের অধিকাংশ টাকা তো ঋণ পরিশোধ করেই শেষ হয়ে যাবে। পরে তিনি বলেন আপনার মেয়ের বিয়ের টাকা আমি সংগ্রহ করে দিবো। আপনাকে ব্যাংক থেকে লোন নিতে হবে না। যেমন কথা তেমন কাজ। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সকল দপ্তর প্রধান, ইউপি চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ভইস চেয়ারম্যান এবং UNO নিজের অর্থ হতে মোট ১৫১০০০/- টাকা উপজেলা চেয়ারম্যান এর হাত দিয়ে নিমাই লাল এর মেয়ের বিয়ের জন্য দেয়া হয়।
আপনার মতামত লিখুন :