মোঃ আমিনুর রহমান দুলাল, (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলায় ভিক্ষা ভিত্তি রোধকল্পে ভিক্ষুকদের মাঝে পুনর্বাসন ও বিকল্প কর্মসূচির আওতায় ব্যাটারী চালিত চার্জার ভ্যানগাড়ী বিতরণ করা হয়েছে। বুধবার (১৩-ডিসেম্বর) বিকেলে উপজেলার বালাপাড়া ইউনিয়নের দুজন ভিক্ষুকের মাঝে ২টি চার্জার ভ্যান বিতরণ করেছে উপজেলা প্রশাসন। সমাজসেবা অধিদপ্তর থেকে ২০২২-২৩ অর্থ বছরে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের নিমিত্তে প্রাপ্ত বরাদ্দ থেকে ভ্যান বিতরণের কার্যক্রম গ্রহন করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই-আলম সিদ্দিকী। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুন নাহার নুরি, বালাপাড়া ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম চৌধুরী, ডিমলা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর রেজা প্রমুখ। বিতরণ কার্যক্রমের প্রাক্কালে উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুন নাহার নুরি বলেন, সরকার ভিক্ষা ভিত্তি রোধে ভিক্ষুকদের পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের জন্য আয়বর্ধক হিসবে ভ্যান বিতরণ করে আসছে। তারই ধারাবাহিকতায় প্রকৃত ভিক্ষুক চিহ্নিত করে তাদের ভিক্ষাভিত্তির বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা হয়। এ ভ্যান ভারায় পরিবহনের মধ্যে দিয়ে ভিক্ষুকরা তাদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করবে। এতে তারা ভিক্ষা ভিত্তি বাদ নিয়ে নিজেদের কর্মসংস্থান নিজেরাই সৃষ্টি করতে পারবে বলে আশা করছি। এ জন্য ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নসহ অন্যান্য ইউনিয়নের ভিক্ষুকদের মাঝে কয়েক ধাপে এরকম ভ্যান বিতরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :