ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫
হাজী মো:- লুৎফুর রহমান রাকিব কুমিল্লা জেলা প্রতিনিধিঃ
কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন সুয়াগাজী বাজার এলাকা হতে ৩০ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব -১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ০৮ই ডিসেম্বর রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন সুয়াগাজী বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ৩০ কেজি গাঁজা’সহ মাদক ব্যবসায়ী মোঃ আতিয়ার রহমান (৫০)কে গ্রেফতার করা হয়। এসময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ আতিয়ার রহমান বাগেরহাট জেলার কঢ়ুয়া থানার বড় আন্দার মানিক গ্রামের মৃত আঃ হামিদ শেখ এর ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ প্রাইভেটকার ব্যবহার করে বাগেরহাট, কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা’সহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :