ঢাকা শনিবার ৪ অক্টোবর, ২০২৫
মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ
নোটিশে উল্লেখ করে বলা হয়, সোমবার ১১ই ডিসেম্বর সন্ধ্যায় তালা উপজেলার জেয়ালা ঘোষ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে নির্বাচনি পথসভা করেন। এবং ঐ নির্বাচনি পথসভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন এবং নির্বাচনী প্রচারণা করেন। যা নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর ৮(খ) ও ১২ এর আচরণবিধি লঙ্ঘন। আপনার উক্ত আচরণ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছে, যা নির্বাচন কমিশন কর্তৃক গঠিত অত্র অনুসন্ধান কমিটির গোচরীভূত হয়েছে।
এ কারণে নেটিশে ১৩ই ডিসেম্বর বুধবার বেলা ১১টায় জাতীয় পার্টির প্রার্থী ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত্কে স্ব শরীরে যুগ্ম জেলা ও দায়রা জজ, ১ম আদালতে উপস্থিত হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়।
আপনার মতামত লিখুন :