ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫

ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫

১০ কেজি গাঁজাসহ চন্দ্রিমা থানা পুলিশ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩, ৩:২৬ অপরাহ্ণ

মোঃ আফতাবুল আলম রাজশাহী জেলা প্রতিনিধি : আজ ১২ই ডিসেম্বর ২০২৩ রাত্রি ৩.০০ টায় রাজশাহী মহানগরী চন্দ্রিমা থানাধীন ছোটবন গ্রাম বারো রাস্তা মোড় এলাকায় অভিযান করে ১০ কেজি গাঁজা সহ আসামি মোছাঃ কমেলা @ কণা,

আব্দুল্লাহ আল মামুন এবং মোঃ নাসিরকে গ্রেফতার করে র্যাব-৫ মোছাঃ কমেলা @ কণা মৃত নুরুল ইসলামের স্ত্রী ও মৃত আমির আলীর মেয়ে চন্দ্রিমা থানাধীন ছোটবন গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা, আব্দুল্লাহ আল মামুন মাধবদী থানার বেলাবো গ্রামের নরসিংদী জেলার মৃত হাফিজ উদ্দিনের ছেলে, মোঃ নাসির চন্দ্রিমা থানার মুশরইল গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহী সিপিএসপি মোল্লাপাড়ার ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে রাজশাহী মহানগরী চন্দ্রিমা থানার ছোটবন গ্রাম উত্তর পাড়ায় আসামি মোছাঃ কমেল @ কণার বসত বাড়িতে কতিপয় মাদকদ্রব্য মজুদ রাখা হয়েছে বিক্রয়ের উদ্দেশ্যে। বিষয়টি জানা মাত্রই ঘটনা স্থলে র্যাব টিম পৌঁছায় এবং বসতবাড়ি ঘেরাও করে, র্যাবের উপস্থিতি টের পেয়ে ৩ জন আসামি কৌশলে পালানোর সময় ঘটনাস্থলে তাদেরকে আটক করে। আসামিদেরকে জিজ্ঞাসা বাদে ১ম আসামী জানাই তার বসত বাড়িতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা রয়েছে। র্যাবের টিম দুইতলা বসতবাড়ি দোতালার পূর্ব পাশে উত্তর-পশ্চিম কোণে অপর একটি ছোট মাল ঘরে ভিতরে মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে। ধৃত আসামিগণ পরস্পরের যোগ সংযোগে দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য গাজার অবৈধভাবে সংগ্রহ বিক্রয় করে আসছে বিভিন্ন স্থানে। জানা যায় ধৃত আসামী মোছাঃ কমেলা @ কণা একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। ইতিপূর্বে তার নামে আরো ১৮ টি মাদক মামলা রয়েছে। উক্ত আসামিদের বিরুদ্ধে রাজশাহী মহানগরী চন্দ্রিমা থানায় মাদক আইনের মামলা করা হয়েছে