মোঃ মুকুল হোসেন স্টাফ রিপোর্টারঃ
কুষ্টিয়ার কুমারখালী পান্টি ইউনিয়নের রামনগর গ্রামে গেট ও দরজার তালা কেটে এক পল্লী চিকিৎসকের বাড়িতে দুর্ধর্ষ চুরির অভিযোগ পাওয়া গেছে।
গতকাল (১০ ডিসেম্বর) রোববার রাতে কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের রামনগর গ্রামের বাবলু পোদ্দারের বাড়িতে এ ঘটনা ঘটে। এতে আনুমানিক ১২ ভরি স্বর্ণালংকার ও নগদ ৪ লাখ টাকা চুরির প্রাথমিক ধারণা করা হচ্ছে।
চিকিৎসক বাবলু পোর্দ্দার বলেন, আমার একটি টিনশেডের আধাঁপাকা ঘর ও একটি তিনতলা বিশিষ্ট পাকা বাড়িটি চারিদিকে ইটের দেওয়ালে ঘেরা। ৩য় তলা ভবনের ২য় তলার দুইটি কক্ষে আমি, আমার স্ত্রী আর মা রাতে ঘুমিয়েছিলাম। আজ(১১ ডিসেম্বর) সোমবার ভোরে ঘুম থেকে উঠে দেখি প্রবেশ গেট ও আধাপাকা ঘরের একটি কক্ষের তালা নেই। এরপর কক্ষের ভিতরে ঢুকে দেখি আলমারী ভাঙা ও সব আসবাবপত্র এলোমেলো। পরে দেখতে পাই ঘরে থাকা প্রায় ১২ ভরি স্বর্ণালংকার ও নগদ ৪ লাখ টাকা চুরি হয়ে গেছে।

তিনি আরও বলেন, রাতের আধাঁরে তাঁর বাড়িতে চুরি হয়েছে। তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন।
পান্টি পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এস আই) মো. খসরু আলম জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :