ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫

ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫

উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন এর বদলিজনিত বিদায় সংবর্ধনা।

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩, ১:৫৩ পূর্বাহ্ণ

মো :-লুৎফুর রহমান রাকিব, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে ইউনিয়ন পরিষদের সকল চেয়ারম্যানদের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানভীর হোসেন এর বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১১ডিসেম্বর রোববার সন্ধ্যায় চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এবিএম এ বাহার, সিনিয়র সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম-নাঙ্গলকোট সার্কেল) জাহিদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল, চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ ত্রিনাথ সাহা তন্ময়, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার, ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন, মাহফুজ আলম, আবু তাহের, নায়িমুর রহমান মজুমদার মাছুম, কাজী ফখরুল আলম ফরহাদ, এ কে খোকন, মাইন উদ্দিন ভূঁইয়া ।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।