ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫

ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫

পাইকগাছায় গ্রেফতারী পরোয়ানায় গ্রেফতার ৪

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩, ১২:৪৫ পূর্বাহ্ণ

বি.সরকার। পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।। পাইকগাছায় পুলিশ গ্রেফতারী পরোয়ানায় বিভিন্ন মামলার চার আসামিকে গ্রেফতার করেছেন।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিষয়ে পাইকগাছা থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, বিভিন্ন গ্রাম থেকে উপজেলার চাঁদখালী ইউনিয়নের গড়ের ডাঙ্গা গ্রামের সামছুর গাজীর ছেলে হাসান মালী(৪৮), ফতেপুর গ্রামের সায়েদ আলী সরদারের ছেলে আয়ূব আলী সরদার(৪৫), আয়ূব আলী সরদারের ছেলে তৈয়বুর সরদার(৩৯), কপিলমুনি ইউনিয়নের প্রতাপকাটি গ্রামের কেরামত আলী গাজীর ছেলে আবু সাদিক(৬০)কে রোববার রাতে গ্রেফতার করা হয় এবং গ্রেফতারকৃত আসামিদের সোমবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।