ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫
শাহিনুর আক্তার বেলাব প্রতিনিধি : ইদানীং অনেকের মধ্যেই কোনো সমস্যা দেখেও তা পাশ কাটিয়ে চলে যাওয়ার মানসিকতা বেড়েছে। ভাবখানা এমন যে, এটা তো আমার সমস্যা নয়। অথচ চারপাশে যে সমস্যা রয়েছে, তা যে কাউকেই আক্রান্ত করতে পারে। তবে সবাই পাশ কাটিয়ে যান না। এমন অনেকেই আছেন, যাঁরা নিজের সাধ্য অনুযায়ী সমস্যা সমাধানে উদ্যোগও নিয়ে থাকেন। এমনই একটি উদ্যোগ নিয়েছে অক্সিজেন ফেক্টোরী ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. মোঃ সোহরাব হোসেন তমাল। সম্প্রতি তাঁরা মানবতার দেয়াল নামে একটি জনকল্যাণমুখী কাজ শুরু করেছেন। ৮ডিসেম্বর শুক্রবার এটির শুভ উদ্বোধন করা হয়। ডা. সোহরাব হোসেন তমাল ও তার বাবা মোঃ গোলাম মিয়া মিলে গড়ে তুলেছেন ‘এই অক্সিজেন ফেক্টরী ফাউন্ডেশন। তাঁরা কাজটি করছেন এক গ্রামীণ জনপদে– নরসিংদী জেলার বেলাব উপজেলার বেলাব বাজার গোলাপ মেডিকেল হল ডেন্টাল কেয়ার ও ফিজিওথেরাপি সেন্টার উনার নিজ চেম্বার সংলগ্ন দেওয়ালে । ‘আপনার অপ্রয়োজন হতে পারে অন্য কারও প্রয়োজন’ স্লোগানকে সামনে রেখে কাজ করে যাচ্ছেন স্বপ্নবাজ এই তরুণ। মানবতার দেয়ালের একদিকে রয়েছে আপনার অপ্রয়োজনীয় জিনিস এখানে রেখে যান। অন্য দিকে যাদের প্রয়োজন তারা নিয়ে যান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির চেয়ারম্যান ডা. সোহরাব তমাল, সাধারণ সম্পাদক মোঃ গোলাপ চেয়ারম্যান, মাই টিভির প্রতিনিধি আমিনুল হক, আওয়ামীলীগের জেলা সদস্য মেরাজুল মাহমুদ মেরাজ, আজকের সারাবেলা পত্রিকার সম্পাদক দিদার হোসেন পিন্টু প্রমূখ। ডা. সোহরাব হোসেন বলেন, ‘আমাদের ক্ষুদ্র প্রয়াসটি মানুষ ভালোভাবে নিচ্ছেন এটিই আমাদের বড় পাওয়া। মেরাজ মাহমুদ মেরাজ বলেন, ‘অক্সিজেন ফেক্টরীর কাজটি আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছে।
আপনার মতামত লিখুন :