ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

মোঃ দুলাল আলী, বিশেষ প্রতিনিধিঃ

ধামইরহাটে ৫ নারী জয়িতাকে সংবর্ধনা প্রদান

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩, ২:৪৪ অপরাহ্ণ

মোঃ দুলাল আলী, বিশেষ প্রতিনিধিঃ

নওগাঁর ধামইরহাটে ৫ নারী জয়িতাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের তত্বাবধানে শনিবার (৯ ডিসেম্বর) সকাল ১০ টায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে জয়িতা অন্বেষনে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) আসমা খাতুন।



উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জেসমিন আক্তার, ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী ক্যাটাগরিতে পূর্ব শালুককুড়ি গ্রামের মরিয়ম খাতুনকে, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সফলতা অর্জনকারী নারী হাটনগর গ্রামের জান্নাতুন নাইম, অর্থনৈতিক ভাবে সফলতা অর্জনকারী নারী মইশড় গ্রামের প্রমিলা মার্ডি, সমাজ উন্নয়ন অসামান্য অবদান রাখায় খয়েরবাড়ী গ্রামের জয়ন্তী রানী ও সফল জননী হিসেবে দক্ষিন জাহানপুর গ্রামের মোছা. লাভলী খাতুনকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, ভারপ্রাপ্ত সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম প্রমুখ।