ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

মোঃ রাসেল হুসাইন নড়াইল।।

নড়াইলে আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ বাস্তবায়নে মানববন্ধন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩, ২:০২ অপরাহ্ণ

মোঃ রাসেল হুসাইন নড়াইল।।

১৬ দিন ব্যাপি আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ -২০২৩ বাস্তবায়নে দলিত সম্প্রদায়ের উদ্যোগে নড়াইলে র,্যালী , মানববন্ধন,বিতর্ক ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক রিলিফ, সুইডেনের সহযোগিতায় রাইটস অব দলিত এ সব কর্মসূচি বাস্তবায়ন করে।

শনিবার( ৯ ডিসেম্বর) দিবসটি পালন উপলক্ষে সকাল ১০ টায় নড়াইল সদর হাসপাতালের সামনে থেকে দলিত সম্প্রদায়ের নারীদের অংসগ্রহনে বর্ণাঢ্য র,্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্প কলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়। “নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ এ প্রতিপাদ্য নিয়ে অনগ্রসর দলিত নারীদের মহান সংসদে সংরক্ষিত আসনে প্রতিনিধিত্ব চাই” বাস্তবায়নের দাবিতে সদর থানার মোড়ে ও জেলা শিল্প কলা একাডেমি চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।



এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন, রাইটস অব দলিতের প্রকল্প কর্মকর্তা পান্নালাল জমাদার,এডমিন অফিসার প্রতাপ কুমার দাশ,মোবিলাইজার বাসুদেব দাশ,বিলাশী বৈরাগী প্রমুখ।পরে এস,এম, সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা সহ পরিবার, সমাজ ও রাষ্ট্রে নারীর অবদান বিষয়ের উপর চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এস,এম,সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়ের( ভারপ্রাপ্ত) অধ্যক্ষ সুবর্ণা বাল রায়। এস,এম, সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফ,প্রভাষক রিপন সিকদার সহ মহবিদ্যালয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরন করা হয়।