ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫
মোঃ রাসেল হুসাইন নড়াইল।।
এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন, রাইটস অব দলিতের প্রকল্প কর্মকর্তা পান্নালাল জমাদার,এডমিন অফিসার প্রতাপ কুমার দাশ,মোবিলাইজার বাসুদেব দাশ,বিলাশী বৈরাগী প্রমুখ।পরে এস,এম, সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা সহ পরিবার, সমাজ ও রাষ্ট্রে নারীর অবদান বিষয়ের উপর চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এস,এম,সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়ের( ভারপ্রাপ্ত) অধ্যক্ষ সুবর্ণা বাল রায়। এস,এম, সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফ,প্রভাষক রিপন সিকদার সহ মহবিদ্যালয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরন করা হয়।
আপনার মতামত লিখুন :